ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় তিন দফা দাবিতে নারী সমিতির গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ত্রিপুরায় তিন দফা দাবিতে নারী সমিতির গণঅবস্থান

আগরতলা (ত্রিপুরা): তিন দফা দাবিতে ত্রিপুরা রাজ্যে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বামফ্রন্ট সমর্থিত মহিলাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজ্যের রাজধানী আগরতলা হরিয়ান চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় মূল কর্মসূচি।

এই গণ অবস্থানে রাজধানী আগরতলা এবং শহরতলি এলাকা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে এনআরসি, সিএএ এবং এনআরপি যেন ভারতে চালু করা না হয়। ত্রিপুরায় নারী নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে তা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া এবং এবছর যে জনবিরোধী বাজেট তৈরি করা হয়েছে তার বিরোধিতা করা।

এই গণঅবস্থান উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, পাঞ্চালি ভট্টাচার্যসহ শতাধিক নারী।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।