এদিন স্থানীয় সময় বেলা বারোটা থেকে শুরু হয় পরীক্ষা তিন ঘন্টা ব্যাপী তা চলে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা নিজে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরে তিনি সংবাদমাধ্যমকে জানান এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ১শ' ৪২ জন। এরমধ্যে মোট ছাত্র ১৩৯০৮ জন এবং ছাত্রী সংখ্যা হচ্ছে ১৩২৩৪ জন। মোট ৬০টি সেন্টারে পরীক্ষা হচ্ছে। প্রথম দিন পরীক্ষা কে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে ত্রিপুরা স্টেট রাইফেল ও ত্রিপুরা পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসসিএন/এমকেআর