শুক্রবার (১ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ তথ্য জানিয়েছেন।
টুইটবার্তায় মুখ্যমন্ত্রী আরও জানান, এই মুহূর্তে রাজ্যে ৯ হাজার ৯০ পিপিই-কিট মজুদ রয়েছে, আইসোলেশন বেড রয়েছে ১২৬টি।
ত্রিপুরায় এখন পর্যন্ত ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছেন তারা। সরকারি হিসেবে বর্তমানে এ রাজ্যে আর কোনো রোগী নেই। তবে আগামীতে কোনোভাবে যেন রাজ্যে করোনা সংক্রমণ না ঘটে তা নিশ্চিতে প্রশাসনের দিক থেকে খুব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ০১ মে, ২০২০
এসসিএন/এইচজে