রোববার (১০ মে) রাজ্যের কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সরেজমিনে মাঠ পর্যায়ে গিয়ে এই রোগ প্রত্যক্ষ করেন।
এই রোগের আক্রমণ সবচেয়ে বেশি ঘটেছে রাজ্যের গোমতী জেলায়।
এদিন একাধিক জায়গায় ধানের মাঠ ঘুরে দেখে সংবাদ মাধ্যমকে কৃষি মন্ত্রী জানান, কৃষি কর্মকর্তারা প্রাথমিকভাবে তাকে জানিয়েছেন এক ধরনের ছত্রাকের কারণে ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের বৃদ্ধি হচ্ছে না। যার কারণে গাছে সঠিকভাবে ধান ফলছে না। আর যে কিছু পরিমাণ ধান ধরেছে এর মধ্যে পুষ্ট চাল তৈরি হচ্ছে না।
মন্ত্রী আরো জানান, আক্রান্ত ধানের কিছু নমুনা সংগ্রহ করেছেন কৃষি কর্মকর্তারা। এগুলির পরীক্ষা করে দেখা হবে কী করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রাজ্যের অন্যান্য জেলা থেকেও কৃষকরা ধানের এই সমস্যার কথা বলেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১০, ২০২০
এসসিএন/এমকেআর