শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় রাজধানী আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্সের মহাকরণের প্রেসকর্নারে করোনার বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রীর রতন লাল নাথ।
সেখানে মন্ত্রী জানান, বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫৩ জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন।
প্রেস ব্রিফিংকালে আরো ১৭ জনকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগরতলায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বলেও জানান মন্ত্রী।
রাজ্যে করোনা ভাইরাস কি কমিউনিটি লেভেলে ছড়িয়ে পড়েছে? প্রশ্নের জবাবে মন্ত্রীর রতন লাল নাথ জানান, ত্রিপুরা রাজ্যে এখনও কমিউনিটি লেভেলে করোনা ছড়ায়নি। তবে সরকার এর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কমিউনিটি লেভেলে এর সংক্রমণ ছড়িয়ে না পড়ে। দুই একদিনের মধ্যে যদি আরও করোনা আক্রান্ত পাওয়া যায়। তবে সরকার কিছুদিনের জন্য রাজ্যজুড়ে সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করতে পারে।
মন্ত্রী আরো জানান, ত্রিপুরা রাজ্য যাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে তাদের অধিকাংশই বহিঃরাজ্য থেকে সম্প্রতিক সময়ে এসেছেন এবং কিছু সংখ্যক রোগী বহিঃরাজ্য থেকে আসা মানুষের সংস্পর্শে আসার কারণে করোনা পজিটিভ হয়েছেন।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এসসিএন/এএটি