মঙ্গলবার (৩০ জুন) ‘সেমিনার অন স্বচ্ছতা’ শীর্ষক এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব, সৈনিক ওয়েল ফিয়ার বোর্ডের অধিকর্তা ব্রিগেইডিয়ার জে পি চৌধুরী, এন এস এস আধিকারিক ত্রিপুরা ড. চিত্রজীৎ ভৌমিক প্রমুখ।
আলোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ‘ভারতের অনেক রাজ্য যেখানে করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে ত্রিপুরা করোনা মোকাবিলায় রেকর্ড গড়ছে।
এছাড়া, ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে যেন এনএসএস ভলান্টিয়ারদের কাজ করার আহ্বান জানান তিনি।
ত্রিপুরা রাজ্য এনএসএস সেল এবং এনএসএসের গৌহাটিস্থিত রিজিয়নাল ডিরেক্টরেটের যৌথ উদ্যোগে আগরতলা টাউন হলে হয় অনুষ্ঠানটি। এতে পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন স্কুল ও কলেজ থেকে মোট ৯০ ইউনিট এনএসএস সদস্য উপস্থিত ছিলেন। এনএসএসের ত্রিপুরা শাখার উদ্যোগে ১ লাখ ৫ হাজার ১ রুপির একটি চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন ত্রিপুরা রাজ্য এনএসএসের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজের এনএসএস ইউনিটের হাতে মাস্ক, স্যানিটাইজার এবং বিশেষ জ্যাকেট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসসিএন/এফএম