ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১২ দফার দাবিতে ত্রিপুরায় চলছে কংগ্রেসের হরতাল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
১২ দফার দাবিতে ত্রিপুরায় চলছে কংগ্রেসের হরতাল  হরতালের কারণে আগরতলা শহর ফাঁকা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): করোনায় আক্রান্ত হয়ে যেসব লোক মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়াসহ ১২ দফার দাবিতে ত্রিপুরায় বিরোধী কংগ্রেস দলের হরতাল চলছে ।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ছয়টা থেকে এই হরতাল শুরু হয়।

চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

দলটির কয়েকটি দাবি হলো-করোনা আক্রান্ত হয়ে যেসব মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল ত্রিপুরা সরকার। কিন্তু এখন পর্যন্ত কাউকে আর্থিক সহায়তা করা হয়নি। তাই অবিলম্বে সরকার পূর্ব প্রতিশ্রুতি মত সাধারণ মানুষকে আর্থিক সহায়তা করতে হবে, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে অবিলম্বে স্বাস্থ্যপরিসেবা স্বাভাবিক করতে হবে, শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বিরোধীদলগুলোর নেতাদের ওপর প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে।

এদিকে হরতালকে ঘিরে মিশ্র-প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের কোথাও কোথাও হরতাল পালিত হচ্ছে। আবার বেশকিছু এলাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। দোকানপাট খোলা হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল করছে। এছাড়া হরতালকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকার খবর আসেনি রাজ্যের কোন প্রান্ত থেকে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।