আগরতলা (ত্রিপুরা): আগরতলায় ৮ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) এবং উপজাতি যুব ফেডারেশন (টি ওয়াই এফ)।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন দু’টি এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ কর্মসূচিতে ডিওয়াইএফআইয়ের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যুবকদের কর্মসংস্থান সহ তাদের জীবনযাপনের মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর এগুলো পূরণ করেনি। তাই সরকারকে তাদের দেওয়া প্রতিশ্রুতি গুলো স্মরণ করিয়ে দিতে সারা রাজ্যব্যাপী এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগরতলায় বিক্ষোভ ধর্নার আয়োজন করা হয়।
তাদের এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বেকারদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা, সরকারি সব শূন্য পদ অবিলম্বে পূরণ করা, প্রতিটি যুবককে সরকার থেকে স্মার্টফোন দেওয়া হবে বলা হয়েছিল সেগুলো দ্রুত দেওয়ার ব্যবস্থা করা।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এসসিএন/এমআরএ