ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা বিমানবন্দর থেকে ৪ অনুপ্রবেশকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
আগরতলা বিমানবন্দর থেকে ৪ অনুপ্রবেশকারী আটক আগরতলা বিমানবন্দর থেকে ৪ অনুপ্রবেশকারী আটক

আগরতলা (ত্রিপুরা): অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় জাল প্রমাণপত্র তৈরি করে সঙ্গে রাখার অভিযোগে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ত্রিপুরা পুলিশ।

শুক্রবার (১৩আগস্ট) আগরতলার এমবিবি বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

 

আগরতলা এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত ঘোষ জানান, শুক্রবার এয়ার ইন্ডিয়ার বিমানে করে চার যুবক চেন্নাই যাওয়ার জন্য বোর্ডিং পাস নিচ্ছিলেন। এ সময় তাদের কথাবার্তা শুনে বিমান সংস্থায় কর্তব্যরত কর্মীদের সন্দেহ হয়। পরে তারা বিমানবন্দর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এলে আটকরা তাদের আধার কার্ডসহ ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দেখান। পুলিশ সেগুলো তদন্ত করে জাল বলে নিশ্চিত হয়। পরে তাদের আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়।  

আটকরা কী উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন এবং ভারতীয় নাগরিকত্বের জাল প্রমাণপত্র তৈরি করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের আসল নাম-পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নেওয়া হয়েছে বলেও জানান ওসি সুকান্ত ঘোষ ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।