ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

সৌদি আরব

সৌদিতে বোমা হামলায় নিহতদের ৪ জন বাংলাদেশি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
সৌদিতে বোমা হামলায় নিহতদের ৪ জন বাংলাদেশি

রিয়াদ: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের একটি মসজিদে বৃহস্পতিবারের (৬ আগস্ট) বোমা হামলায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।

এরা হলেন- আফাজ উদ্দিন, মো. জীবন, মইনুল মৃধা ও বেলাল হোসেন।

আফাজের বাড়ি লক্ষ্মীপুরে, আর জীবনের বাড়ি কুমিল্লায়। অপর দু’জনের ঠিকানা জানা যায়নি।

জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আজিজুর রহমান শনিবার (৮ আগস্ট) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, হামলায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনাজপুরের চাঁন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উড়োজাহাজে রিয়াদে নিয়ে আসা হয়েছে।

হতাহতরা সবাই সেখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানান কনসাল আজিজুর রহমান।

আসির প্রদেশের আভা শহরের মসজিদটিতে ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাকারী স্পেশাল উইপোনস অ্যান্ড টেকটিকস (সোয়াত) ইউনিটের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫/আপডেট ২০৩৩ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ