ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন সৌদি বাদশা

মোহাম্মদ আল আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ

ঢাকা: চলতি বছর হজ পালন করেছেন এ সকল মুসলিম দেশ সমুহের সৌদি আরবে অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) যে কোনো সময় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে একটি বিশ্বস্ত স‍ূত্র।



বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে বাংলানিউজকে জানিয়েছেন জেদ্দা কনস্যুলেটের এক কর্মকর্তা।

কনসাল জেনারেল একেএম শহীদুল করিমের নেতৃত্বে প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- হজ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর এবং মক্কা বাংলাদেশ হজ মেডিকেল টিমের প্রধান ডাক্তার খিদির হায়াত।

সূত্র জানায়, নিহত হাজিদের ব্যাপারে ব্রিফ করতেই সৌদি বাদশার এমন উদ্যোগ। তবে এ ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে  বলেও জানিয়েছে সূত্রটি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ