সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন আবুধাবি যায়িদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হাবিবুল হক খন্দকার, ড. রায়হান জামিল, দূতাবাসের লেবার কাউন্সিলর আলিম উদ্দিন, সচিব মো. জোবাইদ, জনতা ব্যাংকের সিইও আমিনুল হাসান, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।
বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি প্রমুখ।
রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন, দূতাবাসের কিছু কর্মচারির বিরুদ্ধে প্রবাসীদের হয়রানি ও অনিয়মের অভিযোগ এসেছে। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এলে তা হোয়াটসআপ নাম্বারে বা সরাসরি জানালে ব্যবস্থা নেয়া হবে।
পরে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসি/টিসি