ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

সিলেটের ট্রেনে হকার, হিজড়া, ভিক্ষুকের উৎপাত

মবিনুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
সিলেটের ট্রেনে হকার, হিজড়া, ভিক্ষুকের উৎপাত ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পারাবত ট্রেন থেকে: রুমাল, চিরুনি, জুস, কোমল পানীয়, পানি, লটকন, কলা, আমড়া, আনারস, ডিম, বাদাম, ঝালমুড়ি, চানাচুর, বিভিন্ন ধরনের আচার, বই, পত্রিকা, আইসক্রিম- কী নেই! আর এর সবই পাবেন ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে।

ঢাকা থেকে সিলেট পর্যন্ত অন্তত চারটি স্টেশনে ট্রেনের জানালা দিয়ে উৎপাত করে হিজড়ার দল।

প্রত্যেক দলকে আলাদা আলাদা করে পাঁচ থেকে দশ টাকা করে চাঁদা দিতে হয় যাত্রীদের। নইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আর স্বামী-স্ত্রী কিংবা অন্য সম্পর্কের কোনো নারী সঙ্গে থাকলেই হিজড়াদের পোয়া বারো। তখন ওই যাত্রীর কাছে তারা বেশি চাঁদা দাবি করে থাকেন। না দিলে পুরুষ যাত্রীটির সঙ্গে অশোভন আচরণ করতে থাকেন। মান-সম্মানের ভয়ে তাদের দাবি করা চাঁদা দিতে বাধ্য হন অনেক যাত্রী।  আর বিভিন্ন স্টেশনে ভিক্ষুকের উৎপাত-তো রয়েছেই।

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করে এমনই চিত্র পাওয়া গেছে।

গুনে দেখা গেছে, পারাবত এক্সপ্রেসে বিভিন্ন স্টেশন থেকে ওঠা ৭০ জন হকার বিনা বাধায় তাদের মালামাল বিক্রি করছেন। এতে যাত্রীদের ভোগান্তি ছাড়াও লাখ লাখ টাকা দিয়ে ট্রেনের ক্যাটারিং লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়ছে।

পারাবত ট্রেনটির ক্যাটারিং লিজ নেওয়া প্রতিষ্ঠান মেসার্স ওবায়দুল হক অ্যান্ড ব্রাদার্সের কর্মী আবুল হোসেন বাংলানিউজকে জানান, নিয়ম না থাকা সত্ত্বেও হকাররা ট্রেনের ভেতর উঠে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করছেন। এতে তাদের ব্যবসা লোকসানের মুখে। শুধু চা ছাড়া তাদের তেমন কিছুই বিক্রি হয় না।

ব্রাহ্মণবাড়িয়া থেকে পারাবত এক্সপ্রেসে ওঠা কোমল পানীয়ের হকার আবু বাংলানিউজকে জানান, ট্রেনে শুধুমাত্র কোমল পানীয় বিক্রি করেই ৩শ থেকে ৪শ টাকা আয় হয় তার।

ঢাকা থেকে সস্ত্রীক শ্রীমঙ্গল বেড়াতে যাওয়া একটি ট্যুরিজম প্রতিষ্ঠানের পরিচালক তারেক মাহমুদ বাংলানিউজকে বলেন, ঈদের মৌসুম হওয়ায় ট্রেনে তিল ধারণেরও জায়গা নেই। যাত্রীরাই যেখানে দাঁড়াতে পারছেন না, সেখানে হকাররা ট্রেনের এ-মাথা থেকে ও-মাথা হরদম ছোটাছুটি করছেন। এর ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, স্টেশনে স্টেশনে জানালা দিয়ে হকারদের মালামাল বিক্রির সুযোগ বন্ধ করার পাশাপাশি, যাত্রীসেবার মান বাড়ানোর জন্য ট্রেনে হকার, ভিক্ষুক ও হিজড়াদের ওঠা বন্ধ করা উচিত।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমআই/এসএইচ/এএসআর/এসএনএস

**
ট্রেন চলেছে চায়ের দেশে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ