ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

শ্রীমঙ্গলের প্রথম পছন্দ শ্রীমঙ্গল ইন

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
শ্রীমঙ্গলের প্রথম পছন্দ শ্রীমঙ্গল ইন ছবি: দেলোয়ার হোসেন বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে: পরিচ্ছন্ন-পরিপাটি অথচ সাশ্রয়ী মূলে এমন হোটেল পুরো শ্রীমঙ্গল শহরে আর একটিও নেই। বাইরে শ্রীমঙ্গলের রাস্তাঘাটের সঙ্গে মিলিয়ে ফেললে ভুল হবে।

মেলাতে হবে দুটি পাতা একটি কুঁড়ির সৌন্দর্যের সঙ্গে। হোটেলটির বাইরের দিকটা কিছুটা সাদামাটা দেখতে গেলেও ভেতরে পর্যটকদের সব সুবিধার সন্নিবেশ করা।

সুপরিসর কক্ষ, আরামদায়ক বিছানা-বালিশ, প্রতিটি কক্ষেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, টিভিসহ থাকার সব সুবিধা দিয়েছে শ্রীমঙ্গল ইন হোটেল।
 
রুচিশীল যে কারো শ্রীমঙ্গল শহরের একেবারে ভেতরে থাকার হোটেল হিসেবে প্রথম পছন্দ হতে পারে শ্রীমঙ্গল ইন।

হোটেলটিতে দেশীয় খাবার সরবরাহ করা হয়। মেন্যুতে থাকে দেশি ছোট ও বড় মাছ, দেশি মুরগি, সবজি, ডালসহ কয়েক পদের ভর্তা-ভাজি।

ঈদ, রমজান ও বিশেষ বিশেষ ছুটিতে পর্যটকদের সুবিধায় নানা অফার ছাড়ে শ্রীমঙ্গল ইন। গেলো রমজান মাসে হোটেলে রুমের অতিথি সবাইকে দেওয়া হয় বিনামূল্যে সেহরি, ইফতার ও রাতের খাবার।

সামাজিক কর্মের অংশ হিসেবেই এমন মহৎ কাজে ‍একধাপ এগিয়ে ছিল শ্রীমঙ্গল ইন।

শ্রীমঙ্গল ইন হোটেলটির ম্যানেজিং ডিরেক্টর সুকান্ত দেবনাথ জানান, ছোট-বড় মিলিয়ে ৫২টি রুম আছে। যেখানে একসঙ্গে দেড়শ মানুষ থাকতে পারেন। প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া সার্বক্ষণিক ওয়াইফাই, জেনারেটর, টেলিভিশন, গরম পানি ২৪ ঘণ্টাই পাচ্ছেন পর্যটকরা।
 
বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার আয়োজনের জন্য শ্রীমঙ্গল ইনে পৃথক ব্যবস্থা রয়েছে। এখানে কমিউনিটি সেন্টারটি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয়। যেখানে বিয়ে জন্মদিনসহ বড় যেকোনো আয়োজন করা যায়। রয়েছে আলাদা বিজনেস সেন্টার, কনফারেন্স রুম। শ্রীমঙ্গল ইনে রয়েছে পার্লারও।

পর্যটন নগরী শ্রীমঙ্গলে যারা একটু স্বচ্ছন্দে ঝামেলাহীন পরিবেশে থাকতে চান তাদের জন্য তৈরি শ্রীমঙ্গল ইন। একসঙ্গে গ্রুপ ভিত্তিক অনেকেই ঘুরতে এলে শ্রীমঙ্গলে থাকার জন্য সবচেয় ভালো জায়গা হতে পারে এটি। কেননা পাশাপাশি কক্ষে পুরো গ্রুপ এবং বিশাল ডায়নিংয়ে একসঙ্গে খেতে পারেন শ’খানেক মানুষ।

হোটেলটির সঙ্গে যোগাযোগ করতে চাইলে ০৮৬২৬৭২১৬৯ ও ০১৭৩-৬২৭৭০৪৪ নম্বরে ফোন দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসএ/আইএ

**
সিলেটের হেরিটেজ নিয়ে যত উদ্যোগ
** শীতল পাটির কারুশিল্পী অরুণের করুণ কথা
** যেভাবে তৈরি হয় শীতল পাটি​
** সিলেটে রেলের সেই সুদিন ফিরবে কি!​
** উপমহাদেশের প্রথম চা বাগানে
** ঢাকা-সিলেট: চারলেনের অপেক্ষায় সিলেটবাসী ও পর্যটক
** দুই কারণে সাতছড়িতে ঝুঁকিতে বন্যপ্রাণী
** ট্রেইলে নয় ওয়াচ টাওয়ারে সাতছড়ি দর্শন
** বাসে বিমানের ছোঁয়া!
** এসি বাস নেই সিলেট রুটে!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ