টি হ্যাভেন রিসোর্ট (শ্রীমঙ্গল) থেকে: সিলেট বিভাগের পর্যটন নিয়ে বাংলানিউজের উদ্যোগে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বিশেষজ্ঞ আলোচনা শুরু হচ্ছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার পর শুরু হবে এ আলোচনা।
আলোচনায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পর্যটন সংশ্লিষ্ট একদল বিশেষজ্ঞ। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও।
আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাশেদুল হাসান, সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট’র প্রধান সমন্বয়কারী আবদুল হাই আল হাদী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন, আফজাল হোসেন, ড. বদরু্জ্জামান ভূইয়া, বন্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রী তানিয়া খান, পর্যটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম মোশাররফ হোসেন, সরীসৃপ গবেষক শাহরীয়ার সিজার রহমান, ট্রাভেলার রিয়াসাদ সানভী প্রমুখ।
দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে শ্রীমঙ্গল ইন, টি হ্যাভেন রিসোর্ট, ইস্পাহানি এবং সিলেটের নির্ভানা ইন।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমএ/টিআই