ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

পাহাড়ে নিরুত্তাপ হরতাল

আসাদ জামান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
পাহাড়ে নিরুত্তাপ হরতাল

রামগড় (খাগড়াছড়ি) থেকে: ভূমি বিরোধ নিষ্পত্তি আইন-২০১৬ বাতিলের দাবিতে বাঙালি সংগঠনগুলোর ডাকে তিন পার্বত্য জেলায় চলেছে নিরুত্তাপ হরতাল।

খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান নিয়ে গঠিত তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত।

তবে ২৪ ঘণ্টার এ আঞ্চলিক হরতালের প্রথম ১২ ঘণ্টায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে তিন জেলার কোথাও বড় কোনো পিকেটিং হয়নি।

তবে বৃহস্পতিবার দুপুর ২টায় খাগড়াছড়ির মানিকছড়ি থেকে রামগড়ে যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় ১২/১৩ জন কিশোরকে দেখা যায় লাঠি হাতে পিকেটিং করতে।

এদিকে হরতালের পক্ষে জোরালো কোনো পিকেটিং না হওয়ায় এবং হরতাল আহ্বানকারীরা মাঠে না থাকায় ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া করা মাইক্রোবাস, প্রাইভেটকার সারাদিনই চলতে দেখা গেছে। আর বিকেলের দিকে গণপরিবহন চলাচলও স্বাভাবিক হয়ে যায়।

হরতাল ডাকলেও পর্যটনস্পট সমৃদ্ধ তিন পার্বত্য জেলায় পযর্টকদের যাতায়াতে কোনো বাঁধা দিচ্ছেন না হরতাল আহ্বানকারীরা। বরং এগিয়ে এসে পথ চিনিয়ে দিচ্ছেন পযর্টকদের।

** সময় বশীভূত ইউএস বাংলায়!

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এজেড/ওএইচ/এমজেএফ/


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ