খাগড়াছড়ি থেকে: চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে ফটিকছড়ি পার হয়ে মানিকছড়ি্ সেনা চেকপোস্ট পার হতেই শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। অনেক সময় বিশহাত পরপরই বাঁক।
মানিকছড়ি থেকে খাগড়াছড়ি পর্যন্ত এ পথটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত। রাস্তার দু পাশে বুনো গাছগাছালি ছাড়াও আছে পাহাড়ি জুম চাষ। শরতের শেষের দিকে হওয়ায় প্রকৃতির সবুজে ভরা রূপ তখনও বিদ্যমান। কেননা গ্রীষ্মে জুম চাষিরা পুরো পাহাড় জ্বালিয়ে দেয়। তখন প্রকৃতির এ সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে যায়।
পুরো রাস্তাটির কোথাও উঁচু কোথাও নিচু। সংস্কারের জন্য ঢেউ খেলানো এ রাস্তাটি কোথাও কোথাও ভাঙ্গাচোরা। তবে বলতে গেলে ৯০ভাগ রাস্তায় ভাল। তাই গাড়ি চলে অনেক জোরে। প্রতিটি বাঁকেই নিশ্বাস টানটান হয়ে যায়। এই বুঝি নীচে পড়ে গেল বাস কিংবা মাইক্রোবাস। আর পড়লে একেবারে গভীর খাদে।
কোন কোন রাস্তার পাশ ঘেঁষে পাহাড়ের দেয়াল। আবার কোথাও কোথাও দূরে দেখা যায় সবুজ পাহাড়। ভ্রমণের রোমাঞ্চটা পেয়ে বসে। রাস্তাটির কোথাও উঁচু থেকে হঠাৎ করে নীচু হতে ভালো লাগে। কিন্তু সর্পিল পথের ভয়ঙ্কর বাঁক আর গভীর খাদ কলিজায় কাঁপন ধরিয়ে দেয়।
এ পথে খাগড়াছড়ি যেতে শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পড়বে আলুটিলা গুহা। আসার পথেই রহস্যময় গুহাটি দেখে আসলে সময় অনেক সাশ্রয় হবে। তবে অবশ্যই নিজস্ব যানবাহন থাকবে হবে। কেন না যাত্রীবাহী বাস থেকে নেমে গেলে ফের বাস পাওয়া অনেক কঠিন ও ভাগ্যের ব্যাপার। সেখান থেকে কোন যানবাহনই বলতে গেলে নেই।
আঁকাবাঁকা পথের পাহাড়ি সৌন্দর্য্য দেখতে দেখতে একসময় পৌছে যাবেন খাগড়াছড়ি শহরে। যেখানে বিশাল একটি খাগড়াছড়ি গেট আপনাকে স্বাগত জানাবে।
** ‘ধরলে বলবেন পর্যটক’
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমআই/আরআই