ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ভোটের-কথা

বিসিসি নির্বাচন

মনোনয়ন নিলেন ২২৯ প্রার্থী, দাখিল করলেন ২০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
মনোনয়ন নিলেন ২২৯ প্রার্থী, দাখিল করলেন ২০ জন

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এ পর্যন্ত ২২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে তিনজন মেয়রপ্রার্থীসহ ২০ জন দাখিলও করেছেন।

রোববার (১৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ নেছার উদ্দিন নামে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির প্রার্থী আলহাজ্ব মো. মিজানুর রহমান হাওলাদার, স্বতন্ত্র হিসেবে- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপণ, আলী হোসেন হাওলাদার, লুৎফর কবির, মো. আসাদুজ্জামান, নেছার উদ্দিনসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

দাখিল করেছেন খোকন সেরনিয়াবাত, আবুল খায়ের আব্দুল্লাহ, আলহাজ্ব মো. মিজানুর রহমান হাওলাদার ও আলী হোসেন হাওলাদার।

অপরদিকে কাউন্সিলর সাধারণ পদে ১৭৬ জন এবং সংরক্ষিত আসনে ৪৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। দাখিল করেছে ১১ ও ছয়জন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ আগামী মঙ্গলবার (১৬ মে)। বাছাই হবে আগামী বৃহস্পতিবার (১৮ মে)। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।