ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

হরতালে স্বাভাবিক সময়েই লেনদেন শুরু ডিএসই ও সিএসইতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
হরতালে স্বাভাবিক সময়েই লেনদেন শুরু ডিএসই ও সিএসইতে

ঢাকা: জামায়াতের ডাকা হরতাল সত্ত্বেও মঙ্গলবার নির্ধারিত সময়েই শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন।

ডিএসইতে নিয়মিত সূচি অনুযায়ী সকাল সাড়ে দশটায় লেনদেন শুরু হয়।

লেনদেন চলছে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে।

অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জেও (সিএসই) যথাসময়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, হরতালের দিনে সবগুলো ব্রোকারেজ হাউজে লগইন করায় নির্ধারিত সময় অনুযায়ীই লেনদেন শুরু হয়েছে।

ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ১৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৩টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি টাকা।

অন্যদিকে সিএসইতে সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯২ পয়েন্টে। এ সময়ে মোট আর্থিক লেনদেন হয়েছে ২৪ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দর।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
জেএনএ/সম্পাদনা: বেনু সূত্রধর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।