ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বৃহস্পতিবার ওরিয়ন ফার্মার আইপিও ড্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৩
বৃহস্পতিবার ওরিয়ন ফার্মার আইপিও ড্র

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ওরিয়ন ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ড্র আগামী বৃহস্পতিবার অনুষ্টিত হবে।
 
এদিন বেলা ১১টায়, রাজধানীর কাকরাইলে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে লটারির ড্র অনুষ্ঠিত হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।


 
কোম্পানিটি বাজারে মোট ৪ কোটি শেয়ার ছেড়ে ২৪০ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং মার্কেট লট ধরা হয়েছে ১০০টিতে।
 
৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৫৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৭৬ দশমিক ৮৭ টাকা (সম্পদ পুর্ণঃমূল্যায়নসহ)।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।