রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ১০ম ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো অ্যান্ড সেমিনারের তিন নম্বর হলে রয়েছে আনোয়ার সিমেন্টের স্টল। আর এই বিশেষ ধরনের সিমেন্ট শিটে তৈরি খামারের ডামি দেখতে ভিড় দর্শনার্থীদের।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা মোস্তফা ফাহাদ আহমেদ বাংলানিউজকে বলেন, আনোয়ার সিমেন্টের এই শিটটিতে রয়েছে ৫টি স্তর। ওপরের তিনটি স্তর তাপ প্রতিফলন করতে সক্ষম। ফলে গরমে শেড ঠাণ্ডা থাকবে। অন্যদিকে নিচের দু’টি স্তর তাপ ধরে রাখতে সক্ষম। যার কারণে খামার গরম থাকবে। এর ফলে মুরগি ও গবাদি পশুর রোগব্যাধী কমবে। কমবে মৃত্যু হারও। বাড়বে উৎপাদন।
প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মী তানিয়া হারুন বাংলানিউজকে বলেন, সাধারণত ঢেউটিন দিয়ে শেড তৈরি করলে কিছুবছর পার হতেই রং নষ্ট হয়, মরিচা ধরে। কিন্তু আনোয়ার সিমেন্ট শিটে কোনো ধরনের মরিচা পড়ার সুযোগ নেই। বরং এর মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। যার কারণে খামারিদের মুরগি বা গবাদি পশুর ওষুধ খরচ কমে যাবে অন্তত ৫০ শতাংশ।
অন্যদিকে দামেও অনেক সাশ্রয়ী এই ১০ ফিটের আনোয়ার সিমেন্ট শিটের দাম পড়বে ৭শ টাকা। সাধারণত ঢেউ টিন দিয়ে শেড তৈরির তুলনায় ৩০ ভাগ কম খরচে তৈরি করা যাবে আনোয়ার সিমেন্ট শিট দিয়ে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
ইউএম/এসএইচ