শনিবার (১১ মার্চ) সকালে সাভারের ফলের আড়তে আসতে দেখা যায় আগাম তরমুজ।
মেসার্স রাব্বি ট্রেডার্সের ম্যানেজার মো. লিটন মিয়া বলেন, আমরাই এবছর বাজারে প্রথম তরমুজ এনছি।
প্রথম চালান হিসাবে দুই হাজর পিচ তরমুজ আনা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এখনো একটিও বিক্রি হয়নি।
তবে সিজনের প্রথম তো, তাই দামটা একটু বেশি। পাইকারি দামে প্রতি পিস (বড়) ১২০ টাকা, মাঝারি ১০০ টাকা এবং ছোট ৬০ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।
লিটন মিয়া আরো জানান, বর্তমানে সাভারে ফুটপাত নেই, তাই বেচাকেনাও খানিকটা কম। আমরা সাধারণত দেশি ফল বেশী বেচি। আর এসব ফলের দোকান ফুটপাতেই বসে। ফুটপাত না থাকায় পাইকাররা ভ্যানে মাল বেচে। ভ্যানে তো ছাউনি নাই। তাই ফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তিনি বলেন, তবে সাভারের মানুষের মাঝে বিষমুক্ত ভালো ফল পৌছে দিতে চাই আমরা।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
জেডএম/