ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বাকৃবিতে সেরা ৫ গবেষককে সম্মাননা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বাকৃবিতে সেরা ৫ গবেষককে সম্মাননা বাকৃবিতে সেরা ৫ গবেষককে সম্মাননা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সেরা পাঁচ জন গবেষককে তাদের গবেষণার জন্য সম্মাননা ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

শনিবার (১৩ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস)।

বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান।

কর্মশালায় পৃষ্ঠপোষক ছিলেন- বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো.আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন- বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, এ.সি.আই’র কৃষি ব্যবসার নির্বাহী পরিচালক ড.এফ.এইচ আনসারী। এছাড়াও অনুষদের ডিনসহ শতাধিক শিক্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবদুল মান্নান বলেন, যেকোনো গবেষণাই মূলত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও ব্যাপক করতে হবে।
 
দুই বছরে ৩৩৫টি প্রজেক্টের আওতায় মোট ১৭৭৮টি গবেষণা সম্পন্ন করেছে গবেষণা প্রতিষ্ঠান বাউরেস।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।