শুক্রবার (১৬ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষি ইনস্টিটিউটে ফল প্রদর্শনী ও ফলদ বৃক্ষরোপণ পক্ষ ২০১৭’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রতিনিয়ত দেশে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, দেশে এখন আর খাদ্যের কোনো অভাব নেই। এখন আমাদের দৃষ্টি স্বাস্থ্য ও পুষ্টির দিকে। এ লক্ষ্যেও আমরা এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা অবশিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের দেশের মানুষ লেখাপড়া কম জানলেও তাদের মধ্যে উদ্ভাবনী প্রতিভা রয়েছে। তাদের এ প্রতিভাকে আমাদের বেশি করে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশে বেশি বেশি ফল ও সবজির বাগান তৈরির ক্ষেত্রে আমরা এখন বেশি নজর দিচ্ছি। এরইমধ্যে আমরা দেশের ৪০ ভাগ ফলের উৎপাদন ৮ মাসব্যাপী নিয়ে এসেছি। দেশে ফলের উৎপাদন আরও বৃদ্ধি করতে হলে দেশীয় কৃষকদের তৈরি সাধারণ প্রযুক্তিগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। এ লক্ষ্যে কৃষি বিজ্ঞানীদের আরও বেশি করে পরীক্ষা ও প্রয়োগের করার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যত বেশি পরীক্ষা ও প্রয়োগ করবো, তত বেশি শিখবো।
কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী এ ফল প্রদর্শনী ও ফলদ বৃক্ষরোপণ পক্ষ আগামী ১৮ জুন শেষ হবে। রাজধানীর আ.ক.ম গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় ও বিদেশি ফলের সমারোহ ঘটিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাঈনউদ্দিন আব্দুল্লাহ, অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এমএ/জেডএস