মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে কলাপাড়া উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ফিশের ইউএসএআইডি অ্যাকুয়াকালচার ফর ইনকাম অ্যান্ড নিউট্রিশন (এআইএন) প্রজেক্টের বরিশাল প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল হাসানাত।
এতে বিশেষ অতিথি ছিলেন- কলাপাড়া জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, এআইএন প্রকল্পের ট্রেনিং ম্যানেজার মাছুদুর রহমান ও কারিগরি বিশেষজ্ঞ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে মাছের পোনা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি হ্যাচারি মালিক, ১৭ জন নার্সারি মালিক, পাঁচজন পোনা বিক্রেতা ও বাণিজ্যিক মাছ চাষিরা অংশ নেন।
ইউএসএআইডি অ্যাকুয়াকালচার ফর ইনকাম অ্যান্ড নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে ২০১৬ সালের গঠিত হয় ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটি সিড অ্যাভেইলেবল এভরিহোয়ার-টেকসই। মৎস্য চাষিদের কাছে মানসম্পন্ন মাছের পোনা সরবরাহের লক্ষ্যে মাছের পোনা ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গঠিত 'টেকসই-কুয়াকাটা' কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে কাজ করছে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এমএস/জিপি