শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বাওড়া গ্রামে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) প্রকৌশলী মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে আখ রোপন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রাকিবুর রহমান খান, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সাইফুল্লাহ, মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুস সেলিম, মহাব্যবস্থাপক (কারখানা) সৈয়দ মো. আবু বকর, ডিজিএম (কৃষি) জাকির হোসেন, সিবিএ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ওমর ফারুক ও আখচাষী আব্দুস সামাদসহ মিলের কর্মকর্তা ও চাষীরা।
২০১৭-১৮ মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলের ৭টি খামারের প্রায় আড়াই হাজার হেক্টরসহ মিল জোনের মোট ২৮ হাজার হেক্টর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টম্বর ০৮, ২০১৭
টিএ
।