তিনি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নে যা করা দরকার সরকার তাই করবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা সদরের চিনিরকুটি ইটাখোলায় আগাম জাতের রোপা আমন ধান কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।
এসময় মন্ত্রী বলেন, আগাম জাতের ধান আবাদ করায় কৃষকদের কাছ থেকে মঙ্গা নামক শব্দটি বিদায় নিয়েছে। সরকার কৃষকদের কথা বিবেচনা করে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়ে বরাদ্দ দিয়েছে।
ওই এলাকার কৃষক জোবায়দুর রহমানের আগাম জাতের রোপা আমন ধান কাটার মধ্য দিয়ে ধান কাটা কার্যক্রম শুরু করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসআই