মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ধর্মদাস মুসলিমপাড়ায় আলোর ফাঁদের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোক ফাঁদ স্থাপনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (রংপুর) কৃষিবিদ স. ম. আশরাফ আলী।
তিনি জানান, রংপুরের ৮টি উপজেলা ও একটি মেট্রোপলিটন এলাকায় একযোগে ২৩৫টি ব্লকে এ আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। এ ফাঁদের মাধ্যমে কৃষকরা উপকারী ও অপকারী পোকা বাছাই করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
সম্প্রতি বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, পোকা যাতে আর ক্ষতি করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা পরিস্থিতি বুঝে আগাম ব্যবস্থা নিতে পারবেন।
এ সময় উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের ধান ক্ষেতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও পরামর্শ দেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. আফতাব হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মতলুবর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মল্লিকা রানী রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশেকুর রহমান, আল আমিন খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জেডএস