শুক্রবার (২৯ জুন) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। হাত বদল হয়ে বিভিন্ন বাজারে আসলে এর দাম হয়ে যায় দ্বিগুণ।
এক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম ছিল ৫০ টাকা কেজি। বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়ালেও দেখার কেউ নেই, নেই বাজার তদারকি।
হাসিবুল ইসলাম থাকেন রাজধানীর মগবাজার এলাকায়। প্রতিদিন সকালে কিছু সময় হাঁটাহাঁটির পর বাজার নিয়ে বাসায় ফেরেন। তিনি শুক্রবার মালিবাগ থেকে আধা কেজি মরিচ কিনতে চাইলে বিক্রেতা বলেন এক দাম ‘৬০’ টাকা। হাসিবুল বিক্রেতাকে প্রশ্ন করেন দুইদিন আগে এক কেজির দাম ৬০ টাকা ছিলো আজ আধা কেজির দাম ৬০ টাকা কেন? বিক্রেতা আসাদের উত্তর মামা ‘এক দাম’। চাইলে নিতে পারেন। পরে বিক্রেতার কাছে আর দর-দাম না করে ৬০ টাকা দিয়ে আধা কেজি মরিচ কেনেন তিনি।
বিক্রেতা আসাদের কাছে পাইকারি ও খুচরা বাজারের ব্যবধান বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তর দেন ‘বাজার থেকে আনতে অনেক খরচ হয়। তাই দাম বেশি নেওয়া হচ্ছে। ’
শান্তিনগর বাজারে মরিচের কেজি ১৪০ টাকা। কারওয়ান বাজারের পাইকারি দামের বিষয়ে বলা হলে এ বাজারের সবজি বিক্রেতা বাবুল বলেন, পাইকারি বাজার থেকে কোনো মাল আনতে গেলে গাড়ি ভাড়া লাগে ৫শ’ টাকা। এখানে দোকান ভাড়া আছে। এসব খরচ ছাড়াও আমাদের সংসার চালাতে হয়। তাছাড়া আমরাতো খুব বেশি দাম রাখি না।
পাইকারি বাজারে ৭০ টাকা এখানে ১৪০ টাকা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা যখন মাল এনেছি তখন দাম চড়া ছিল। এখন হয়ত বাজারে মাল বেশি আশায় দাম কমেছে। আমরা রাত ২টার দিকে এনেছি তখন দাম ছিল ১০০ টাকা কেজি। তাই বেশি দামে বিক্রি করছি।
এ বাজারের নিয়মিত ক্রেতা সোহান বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম ছিলো ৫০ থেকে ৬০ টাকা আজ সেটা তিনগুণ বেশি। বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ সোহানের।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
ইএআর/আরআর