সাধারণ জাতের ধান চাষে বীজতলা তৈরি করতে হলেও এ ধান চাষে শুধুমাত্র বীজ বপন করলেই চলে। বর্ষার শুরুতে এ ধান বপন করায় অতিরিক্ত সেচ দিতে হয় না।
বিশেষ করে মার্চ-এপ্রিল মাসে বোরো ধান কাটার পর আমন ধান বপনের আগে জুলাই মাস পর্যন্ত মধ্যবর্তী সময়ে পতিত জমিতে বিনা-১৯ ধান চাষ করে কৃষকরা সহজেই একটি বাড়তি ফসল ঘরে তুলতে পারে। অন্যদিকে এক একর জমিতে প্রচলিত জাতের ধান যেখানে ফলন হয় তিন টন, সেখানে বিনা-১৯ এর ফলন হয় সাড়ে ৪ টন। এছাড়া এ জাতের ধানের চাল সরু হওয়ায় এর বাজার দরও অনেক বেশি।
বিনা কর্মকর্তারা জানান, এবার জেলার বিভিন্ন এলাকার কৃষকরা পরীক্ষামূলকভাবে এ ধান চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। যে কারণে আগামীতে এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছে কৃষকরা।
কৃষক হারুন মোল্লা বাংলানিউজকে জানান, মার্চ মাসের শেষ দিকে বোরো ধান কাটার পর মধ্যবর্তী সময়ে পতিত জমিতে বিনা-১৯ জাতের ধান চাষ করেছেন। দু’এক দিনের মধ্যে তিনি এ ধান কেটে আবার আমান ধান লাগাবেন। মাত্র ৮০-৮৫ দিনে এ ধানের ফলন হওয়ায় তিনি পতিত জমি থেকে বাড়তি ফসল ঘরে তুলতে পারছেন। এর ফলন দেখে এলাকার কৃষকরা আগামীতে এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এনটি