সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের উদ্যাগে দুই হাজার ৪৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতি এক বিঘা জমির জন্য এক কেজি করে গম, ভুট্টা, সরিষা, বিটি বেগুন, তিল ও মুগডালের বীজ ও রাসায়নিক সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি এসব কৃষকের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিলিমা জাহান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ এসএম ফিরোজ, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যাম জালাল উদ্দিন, খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, নলডাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, ইউপি সদস্য ইয়াসিন আলী, ফরিদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসআরএস