ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বাগেরহাটে বোরো চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
বাগেরহাটে বোরো চাল সংগ্রহ শুরু

বাগেরহাট: সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় বাগেরহাটে মিল মালিকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) শহরের মুনিগঞ্জ খাদ্য গুদামে এ চাল সংগ্রহের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম শহিদুল হক, সদর খাদ্য গুদামের কর্মকর্তা সুকান্ত কুমার মজুমদার, জেলা মিল মালিক সমিতির সভাপতি ইমদাদ আলী পাইক, সাধারণ সম্পাদক সরদার আবু সাইদ, প্রগতি অটো রাইস মিলের মালিক তাপস কুমার সাহা, হোসেন রাইস মিলের মালিক মগবুল হোসেন প্রমুখ।

বাগেরহাট জেলায় বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে পাঁচ হাজার ৭০৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা দরে ২৯৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।  

জেলার ৩৭ জন রাইস মিল মালিকের কাছ থেকে এ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।