ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

লক্ষ্মীপুরে ১ হাজার ৪০ টাকায় ধান ক্রয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
লক্ষ্মীপুরে ১ হাজার ৪০ টাকায় ধান ক্রয়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। প্রতি মণ এক হাজার ৪০ টাকা মূল্যে ক্রয় করা হচ্ছে।

রোববার (১৯ মে) লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) শফিকুল রেদোয়ান আরমান শাকিল ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামিম পাঠানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মেদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে বলেন, জেলার ৫ উপজেলা থেকে সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষক থেকে বোরো-১৯ জাতের ৮৫৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এরমধ্যে  সদর উপজেলায় ৩৫৯ টন, রামগঞ্জে ২৬০ টন, রায়পুরে ২১৮ টন, কমলনগরে ৯ টন ও রামগতি থেকে ৭ টন ক্রয় করা হবে।  

এ বছর প্রতি মণ ধান এক হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।