বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের উৎপাদিত শস্য বাজারজাতকরণের জন্য উৎপাদন ও আমদানির সামঞ্জস্যতা নির্ধারণ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, কৃষকরা উৎপাদন করে বাজারে যে পণ্য নিয়ে আসে, বিদেশ থেকেও সেই পণ্য আমদানি হয়।
তিনি বলেন, কীটনাশকের প্রভাব কীভাবে কমানো যায়, সে বিষয়ে একটা পরিকল্পনা তৈরির চিন্তাভাবনা চলছে। আমরা কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। যেমন, উৎপাদন প্রক্রিয়া ও ভোক্তা পর্যায়- এই দু’ভাবে আমরা কাজ করতে চাই। কৃষক যখন কীটনাশক ব্যবহার করবে, তখন তারা যেন কৃষি অফিসারের নির্দেশনা মেনে ব্যবহার করে। তাদের পরামর্শ ছাড়া কোনো ধরনের কীটনাশক যেন ব্যবহার না করা হয়।
নাসিরুজ্জামান বলেন, আমারা প্রথমে কৃষকদের সচেতনতা বাড়াতে কাজ করবো। পাশাপাশি, আমাদের কৃষি কর্মকর্তাদের বলবো, তারা যেন কৃষকদের এমন কোনো কীটনাশক ব্যবহার করতে পরামর্শ না দেন, যা ফসলের কোনো উপকারে আসে না। একই সঙ্গে অতিরিক্ত ব্যবহার যেন না করা হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
জিসিজি/একে