জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্যমতে, এ বছর জেলায় আমন আবাদ হয়েছে এক লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর। এরমধ্যে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৭৮৩ হেক্টর।
অন্যদিকে, খেসারি ডালের আবাদ হয়েছে ৫৩৬ হেক্টর যার সম্পূর্ণ আক্রান্ত এবং পান আবাদ হয়েছে ৫৩৬ হেক্টর যারমধ্যে দুর্যোগের কবলে ১৩৪ হেক্টর। দুর্যোগ কবলিত ফসলের মধ্যে আমন ধান ১০ ভাগ, শীতকালীন সবজি ও ডাল শতভাগ এবং পান ক্ষতিগ্রস্ত হতে পারে ২৪ ভাগ।
ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের খোকন শীল বাংলানিউজকে জানান, বেশিরভাগ ধান পানিতে তলিয়ে রয়েছে। অধিকাংশ হেলে পড়েছে। এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ বাংলানিউজকে জানান, আমরা কৃষকদের দ্রুত পানি সেচ দিতে বলেছি। এছাড়াও মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি