ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সৈয়দপুরে আলুর দামে বেজায় খুশি কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
সৈয়দপুরে আলুর দামে বেজায় খুশি কৃষক ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আলুর দাম বাড়তে শুরু করেছে। ক্ষেত থেকে পাইকাররা ১৫-১৬ টাকা কেজি দরে আলু কিনছেন।

ফলে আলু চাষিদের মুখে হাসি ফুটেছে।  

অন্যদিকে, স্থানীয় তিনটি হিমাগার কৃষকদের আলু নিতে অপারগতা প্রকাশ করায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে আলুর আবাদ করেন কৃষকরা।  
বাঙালিপুরের কৃষক মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, আমি প্রায় ৮ বিঘা জমিতে ইস্টিক জাতের আলু চাষ করি। ৬০ শতাংশের এক বিঘা জমিতে আলু চাষ করতে প্রায় ৪৮ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে জমি চাষ, আলু বীজ, সার, শ্রমিকের মজুরি, কীটনাশক, নিড়ানি, পানি সেচ রয়েছে। ৬০ শতকের জমিতে আলু পেয়েছি ১২০ মণ। সেই হিসাবে আট বিঘা জমিতে ১ হাজার মনের বেশি আলু পেয়েছি। বর্তমান বাজারে প্রতি বিঘা আলুর দাম ৭২ হাজার টাকা। সে হিসাবে সব খরচ বাদে ২৪ হাজার টাকা লাভ হবে বিঘা প্রতি।



কামারপুকুর ইউনিয়নের গোলজার হোসেন বাংলানিউজকে বলেন, অসময়ের বৃষ্টিতে আমার আলুক্ষেত তিন দিন ডুবে ছিল। এ সময় বাজারে আলুর কেজি ৪-৫ টাকা থাকায় নিশ্চিত লোকসানের আশঙ্কায় খেতের পরিচর্যা করেননি। কিন্তু এখন খেত থেকে আলু তুলতে গিয়ে বাম্পার ফলন দেখে হতবাক হয়েছেন। তিনি আরও বলেন, গেল বছর ৬৮ কেজি বস্তার আলু হিমাগারের ভাড়া ছিল ২৫০ টাকা। এবছরও ভাড়া নির্ধারণ করা হয় ২৫০ টাকা। তবে ওজন কমে করা হয়েছে ৫৮ কেজি।

এছাড়া স্থানীয় হিমাগারগুলো স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু নিচ্ছেন না। হিমাগারে আলু রাখতে না পেরে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।



সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বাংলানিউজকে বলেন, এবার বৃষ্টির কারণে আলু চাষাবাদ কিছুটা ব্যাহত হয়েছে। তবে আলুক্ষেতে জমে থাকা পানি বের করার ব্যবস্থা করা এবং খেতের পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকতে চাষিদের পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে বাজারে আলুর দাম বাড়ায় লাভবান হচ্ছেন চাষিরা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।