ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুর্গাপুরে ২ দিনের সাহিত্যমেলা, থাকছে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
দুর্গাপুরে ২ দিনের সাহিত্যমেলা, থাকছে নানা আয়োজন দুর্গাপুরে ২ দিনের সাহিত্যমেলার উদ্বোধন

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহাযোগিতায়, দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী সাহিত্যমেলা শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে সাহিত্যমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস।

পরে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও লেখক আলী আহম্মদ খান আইয়োব।  

অন্যদের মধ্যে আলোচনা করেন, কিশোরগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক, দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচারলক শরদিন্দু সরকার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশীদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রমুখ।  

দুই দিনব্যাপী এ আয়োজনে সাহিত্য, প্রবন্ধপাঠ, সাহিত্যের বিভিন্ন ধরণ, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে কর্মশালাসহ উপজেলা শিল্পকলা একাডেমি পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।