ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মোরেলগঞ্জে শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
মোরেলগঞ্জে শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন

বাগেরহাট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আলোচিত শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে ‘ শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জের শ্রেনিখালী মুন্সির হাটে প্রধান অতিথি থেকে পাঠাগারের উদ্বোধন করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাৎ হোসেন, শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ইউনুস আলী, সেক্রেটারি লুৎফর রহমান, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান (নাছির), নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ হলো আবু সাঈদ। তার নামে একটি পাঠাগার তৈরির ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একটা জাতির জন্য জ্ঞান নির্ভর, মূল্যবোধসম্পন্ন, নৈতিক মানুষ, মানবীয় গুনাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে পারে পাঠাগার। পাঠাগারটিকে যদি অনেক বই দিয়ে সমৃদ্ধ করা যায় তাহলে এ এলাকা হবে আলোকিত। সেজন্য পাঠাগার প্রতিষ্ঠাতাদেরধন্যবাদ জানাই সাধুবাদ জানাই। সবাই এখানে এসে বই পড়বেন। শুধু পাঠাগার স্থাপন করলে হবে না সেটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পাঠাগার উদ্বোধন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সারা দেশে যেসব সাধারণ ছাত্র-জনতা শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পাঠাগার উদ্বোধনের আগে শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মাওলানা মো. আল-আমিন খানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের উদ্দেশ্যে মোরেলগঞ্জে মানববন্ধনে অংশগ্রহণ শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন এ শিক্ষক। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।