ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হবে রবিউল কমলের কিশোর রহস্য থ্রিলার নকিপুরের নেকড়ে। বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান জ্ঞানকোষ।
নোয়াবেকি স্কুলের একদল কিশোরদের নিয়ে এই বইয়ের গল্প। এই স্কুলটি সুন্দরবনের পাশে অবস্থিত। সেখানকার তিন শিক্ষার্থী তুতুম, রাসেল ও মেহেদী। এই তিন চরিত্রকে ঘিরে পুরো গল্প আবর্তিত হবে।
তবে তাদের সঙ্গে আরেকটি চরিত্র থাকবে, নাম ভোলানাথ। ভোলানাথ হলো ভূত, সে মূলত মজার মজার কিছু অদ্ভুত ঘটনা ঘটাবে।
শুরুতে তুতুম, রাসেল ও মেহেদী সুন্দরবনে একটি অভিযানে যাবে। তারা বাঘের কবল থেকে একটি ছেলেকে উদ্ধার করতে চায়। কিন্তু বিপদ তাদের পিছু ছাড়বে না! এরপর স্কুলের হেডস্যারের মেয়েকে অপহরণ করবে নকিপুরের নেকড়ে বাহিনী। তাকে উদ্ধার করতে গিয়ে আরও ভয়ংকর বিপদে পড়বে তুতুম, রাসেল ও মেহেদী।
রবিউল কমল বলেন, ‘এই বইটি শিশুকিশোরদের ভালো লাগবে। নকিপুরের নেকড়ে বইটিতে রহস্য, থ্রিলার, ফ্যান্টাসি সব ধরনের স্বাদ পাবে পাঠক। ’
তিনি আরও বলেন, ‘নকিপুরের নেকড়ে বইয়ের ভোলানাথ চরিত্রটি বেশ মজার। ভোলানাথ কিছু ফ্যান্টাসি ও অদ্ভুত ঘটনা ঘটাবে। আমার বিশ্বাস, ভোলানাথ চরিত্রটি পাঠকের খুবই ভালো লাগবে। ’
নকিপুরের নেকড়ে বইয়ের এঁকেছেন মানব। বইমেলায় জ্ঞানকোষের ২৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসআইএস