ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

একজোড়া কবিতা | নভেরা হোসেন

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
একজোড়া কবিতা | নভেরা হোসেন

প্যারিস ট্রাজেডি

সারি সারি মৃতদেহ খোলা আকাশের নিচে
মোনালিসা তুমি কি মৃদু হাসছো?
পায়ে যখন রক্তের স্রোত
তখনও কি ঝাঁকে ঝাঁকে কাকাতুয়া উড়ছে—
জানি না স্ট্রবেরির স্বাদ কখন বদলে গেছে
গ্লাসে ভরা লাল রঙ সব কি ডালিমের মতো উষ্ণ?
তোমার টি শার্টের এক পাশটা ছেঁড়া
বহুদিন সেলাই করা হয় নি—
ভিটে মাটি সব ছেড়ে আজ উজানের দেশে
যারা তোমাকে বাড়িছাড়া করল
তুমিও কি তাদের তাই চাও?
এ কোন যজ্ঞ?
নাকি এটাই নিয়ম পাঠ্যের?
তোমাকে যেমন শেখানো হয় পুস্তকে
তুমিও তেমনি জবাব দাও
পারো না কি নতুন কোনো স্বরে
নতুন প্রেমের কথা বলতে?
পারো নাকি সুর তুলতে
অশান্ত ভূ-মধ্য সাগরে?


কফি রঙের ছেলে

কফি রঙ আজ বদলে গেছে
কিছুটা ফিঁকে কিছুটা তিতে
রঙ তা কি চেখে দেখা যায়?
শেয়াকূল আর লেমন গ্রাস
জিভে আটকে থাকে
শেষ রাত শেষের পর
বুকে টান ওঠে
বন্ধুরা যে যার ডেরায়—
তুমি ভাবছো এমন দিন
যেখানে আকাশে হাজার তারার ফুল
কম মূল্যে রুটি কিনে খেলে
টাকা বাঁচাবে বলে
তাই দিয়ে মদ কিনে খাও
কফি রঙের ছেলে—
ভোর হতেই জেগে ওঠো
প্রকৃত ভোরে ঘুমাতে যাও
সারসেরা যখন মাছের আশায়
তুমি এক ভজন সাধু
নিজেকেই ভেজে খাও মধ্য দুপুরে
কফি ধোঁয়া চোখ তোমার
কফি রঙের ছেলে



বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।