ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

একজোড়া কবিতা | হুসাইন আজাদ

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
একজোড়া কবিতা | হুসাইন আজাদ

সময়ের রঙ-অগ্নিখণ্ড

সময় তোমার গায়ে এত রঙ!
কোথা থেকে নাও ভাসিয়ে কোথা?
সুখের গাছে ভাঙো গড়ো টঙ!
জীবন কেন এমন খরস্রোতা?

যখন কোলে, শান্ত ছিলাম কত!
ক’বছরেই ছড়িয়ে দিলে মাঠে
আকাশ বাতাস বেখেয়ালে ব্রত।
শান্তি এখন রতিপুরান পাঠে!

এ পাঠ যখন শেষ হবে—তারপরে?
রঙের গায়ে ধূসর কালি দেবে?
ভাঙবে পাঁজর তখন বোবা স্বরে,
সময়! বলো আপন করে নেবে?

ঘুম আসে না; প্রতি পদে ভুল!
ওপার সুরুজ যায় উদয়ে কবে?
ভুল-নদীতে সাঁতরে ভুলি কূল!
সময়! এমন রঙের কিবা হবে?


অক্ষত কাচ

এবং অজ্ঞাতপরিচয় তোমার কাচটা—
অক্ষতই রয়েছে এখনো!
চূর্ণ কাচের সারিতেও!



বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।