ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় লেখক চক্রের সাহিত্য আসরে ‘নিওর’-এর মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
বগুড়ায় লেখক চক্রের সাহিত্য আসরে ‘নিওর’-এর মোড়ক উন্মোচন ...

বগুড়া: বগুড়ায় লেখক চক্রের সাহিত্য আসরে ‘নিওর’-এর ১৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বগুড়া থিয়েটার কার্যালয়ে সেলিম আল দীন মঞ্চে লেখক চক্রের ৮৪২তম পাক্ষিক সাহিত্য আসরে ‘নিওর’-এর মোড়ক উন্মোচন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার সভাপতি তৌফিক হাসান ময়না।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পূর্বে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বগুড়া নন্দন শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক রনজু ইসলাম, আমিনুল ইসলাম রনজু, নিওর-এর সহযোগী সম্পাদক সাফওয়ান আমিন, হিরণ্য হারুন, আবু রায়হান, শাহাদৎ হোসেন এবং নয়ন আহমেদ প্রমুখ।

‘নিওর’-এর প্রচ্ছদ করেছেন কবি শিবলী মোকতাদির এবং সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন সাফওয়ান আমিন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।