ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রতিজ্ঞা

সোহেল আমীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
প্রতিজ্ঞা প্রতীকী ছবি।

উৎসর্গ- প্রিয় ইকবাল দাদাকে

নোনা জলে বালিশ ভিজিয়ে বাঁচতে চাই না,
আমাদের সাথে ‘অসহায়’ শব্দ 
সংযুক্ত করলে তা মানবো না।
ঘৃণা করি দান, অনুদান, ভিক্ষা,
করুণার জন্য করি না আর অপেক্ষা।

গালি, অবহেলা, ষড়যন্ত্র আর কত সহ্য হয়?
শুধুই বাঁচার জন্য বাঁচা আর একদমই নয়।
সহ্য করবো না মাটি ও দেশের অপমান
নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম 
করবো আমরা কোটি প্রাণ।

জোগাড় করবো আহার, বস্ত্র, বাসস্থান,
নিশ্চিত করবো সুশিক্ষা, নিরাপত্তা, চিকিৎসার।
কাঁধে কাঁধ রেখে ঘোরাবো সমৃদ্ধির চাকা,
সকলেই একসাথে মাথা তুলে 
দাঁড়াবো এবার আমরা।

আবার কেউ যদি আমাদের 
‘তলাবিহীন ঝুড়ি’ বলে
খোদার কসম, কষিয়ে চড় 
লাগাবো তার গালে।
বাংলাদেশকে আর দাবায়ে রাখা যাবে না
মাতৃভূমিকে করবো আমরা সোনার বাংলা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।