ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আট জনের হাতে উঠল চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আট জনের হাতে উঠল চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

চাঁদপুর: দেশের ৮ গুণী ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেন, মাত্র চার বছরের কর্মকাণ্ডে চর্যাপদ সাহিত্য একাডেমি জাতিকে ভাবতে শিখিয়েছে। আমি ভাবতেও পারিনি এমন একটি সংগঠনের আমন্ত্রণ পেয়ে চাঁদপুরের মতো বিখ্যাত জেলায় আসতে পারবো।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণি সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফ ও সদস্য সচিব দুখাই মুহাম্মাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রিয় কথাসাহিত্যিক মনি হায়দার ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

প্রশংসাপত্র পাঠ করেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, উপ-পরিচালক জান্নাতুল ফেরাদউস সুপ্ত, সাংস্কৃতিক পরিচালক কাকলী চক্রবর্তী, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, নারী উদ্যোক্তা ইলা ইয়াসমিন ও সদস্য কামরুন্নাহার বিউটি।

এ সময় কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিকের হাতে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ তুলে দেওয়া হয়।

জনপ্রিয় হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ ঘোষের মনোমুগ্ধকর গিটার পরিবেশনার মধ্য দিয়ে অন্ষ্ঠুানের শুভ সূচনা হয়। অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন, জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, বিন্দুবিসর্গ সম্পাদক কবি সাবেদ আল সাদ, নজরুল গবেষণা পরিষদের সভাপতি মোশারেফ হোসেন, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি তছলিম হোসেন হাওলাদার, কবি খালেদ রাহী, চর্যাপদের নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, উপমহাপরিচালক নন্দিতা দাস, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম।

২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার দিয়ে আসছে। এর আগে তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জী, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদ সহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।