ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুর বিমানবন্দর হবে রিজিওনাল হাব: বেবিচক চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
সৈয়দপুর বিমানবন্দর হবে রিজিওনাল হাব: বেবিচক চেয়ারম্যান

নীলফামারী: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল হাব অর্থাৎ ইন্টারন্যাশনাল করতে কাজ চলছে। বিমানবন্দরের উন্নয়নে একটি মহাপরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সৈয়য়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ কথা বলেন তিনি।

বিমানবন্দরের চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেবিচক চেয়ারম্যান।  

তিনি জানান, ছাত্র-জনতা দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। সে অনুযায়ী আমরা সব কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছি।

বেবিচক চেয়ারম্যান বলেন, সৈয়দপুর বিমানবন্দরটিকে রিজিওনাল হাব হিসেব গড়ে তোলা হবে। সে ধারাবাহিকতায় ভুটান, নেপাল ও ভারতের এয়ারলাইন্সগুলো এ বিমানবন্দরটি ব্যবহারের সুযোগ পাবে। মহাপরিকল্পনা অনুযায়ী বর্তমান যে রানওয়ে রয়েছে, এর পাশে নতুন একটি রানওয়ে নির্মাণ করা হবে। এর জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম শিগগিরিই শুরু করা হবে।

সৈয়দপুর বিমানবন্দরকে ডায়ানামিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলতে এর রানওয়ে সম্প্রসারণ করা হচ্ছে। জমি অধিগ্রহণের সময় অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। যা আমরা সবাই মিলে সমাধান করব। সৈয়দপুর বিমানবন্দর থেকে মালামাল পরিবহনের জন্য কার্গো বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এ জন্য অবকাঠামো নির্মাণের পদক্ষেপ নিচ্ছি আমরা, যোগ করেন বেবিচক চেয়ারম্যান।

এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তার ছিলেন বেবিচক সদস্য এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) এয়ার কমোডর একেএম জিয়াউল হক ও সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।