ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

এনএইচটিটিআই-নভোএয়ার চুক্তি সই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এনএইচটিটিআই-নভোএয়ার চুক্তি সই চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা/ছবি: নভোএয়ারের সৌজন্যে

ঢাকা: দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের জন্য ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট-এনএইচটিটিআইয়ের সঙ্গে চুক্তি সই করেছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার।

মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।

ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরী ও নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।



এসময় ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রধান শাকের হোসেন, নভোএয়ারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাঈনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, নিয়মিত নভোএয়ার কর্মকর্তাদের এভিয়েশন খাতের বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দেবে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।