ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

সপ্তাহে সাতদিন কলকাতা যাবে নভোএয়ার

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
সপ্তাহে সাতদিন কলকাতা যাবে নভোএয়ার নভোএয়ার/ফাইল ছবি

ঢাকা: যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা থেকে কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ১ এপ্রিল থেকে সপ্তাহের সাতদিনই কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

ফ্লাইট বাড়ানোর পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ বিবেচনা করে ফ্লাইটের সময়ও পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়ানুযায়ী ঢাকা থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ২৫মিনিটে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং কলকাতার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পৌঁছাবে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কলকাতা থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

২০১৩ সালে জানুয়ারি মাসে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে নভোএয়ার। নভোএয়ার সঠিক সময়ে ফ্লাইট পরিচালনা ও যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছে, যা অন্যদের কাছে অনুকরণীয়।

বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।  

এছাড়া কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে নভোএয়ার এর বিমান বহরে ৬৮ আসনের অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের তিনটি উড়োজাহাজ এবং ৪৯ আসনের অত্যাধুনিক এম্ব্রেয়ার ১৪৫ মডেলের তিনটি উড়োজাহাজ রয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন: flynovoair.com

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।