ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলা’য় ব্যাংকক ভ্রমণে হোটেল ফ্রি!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইউএস-বাংলা’য় ব্যাংকক ভ্রমণে হোটেল ফ্রি! ইউএস-বাংলা’য় ব্যাংকক ভ্রমণে হোটেল ফ্রি!

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স নিত্য নতুন ভ্রমণ প্যাকেজ সুবিধা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় এবার পর্যটকদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় ‘ওয়ান নাইট ফ্রি ব্যাংকক’ প্যাকেজ।

ইউএস-বাংলা’য় ব্যাংকক ভ্রমণ করলেই পাচ্ছেন সৌজন্যমূলক প্রাতঃরাশসহ এক রাত হোটেলে থাকার ব্যবস্থা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘ওয়ান নাইট ফ্রি ব্যাংকক’ প্যাকেজ সুযোগ কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য।

এ সুযোগটি ৩০ মে থেকে ২৩ জুনের মধ্যে সীমাবদ্ধ।

ইউএস বাংলা সূত্রে জানা যায়, প্যাকেজটি তাদের জন্য প্রযোজ্য, যারা ইউএস-বাংলা’য় ঢাকা থেকে ব্যাংকক যাওয়ার শেষ তারিখ ২০ জুন এবং ব্যাংকক থেকে ঢাকায় ভ্রমণের তারিখ ২৩ জুন হতে হবে। প্যাকেজটি ইউএস-বাংলা’র যেকোনো সেলস অফিস অথবা ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করা যাবে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা ব্যাংকক ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদের অবশ্যই ইউএস-বাংলা হলিডেজ থেকে হোটেল ভাউচার সংগ্রহ করতে হবে।

প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে ব্যাংকক সকাল ৯টা ৪০মিনিটে এবং ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১০মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে ইউএস-বাংলা’র ‘ওয়ান নাইট ফ্রি ব্যাংকক’ প্যাকেজটির সুবিধা গ্রহণ করা যাবে।

বিস্তারিত জানতে ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।