ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর ইউএস বাংলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর ইউএস বাংলা চুক্তিতে সই করছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম

ঢাকা: চট্টগ্রামে অনুষ্ঠেয় আর্ন্তজাতিক পর্যটন মেলা ‘চিটাগং ট্রাভেল মার্ট-২০১৭’ এর টাইটেল স্পন্সরের ভূমিকা পালন করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স।

ট্যুরিজম বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ নবম বারের মত বন্দর নগরী চট্টগ্রামে আগামী ১৬ নভেম্বর থেকে এ মেলা আয়োজন করছে।

এ সংক্রান্ত একটি চুক্তি মঙ্গলবার (৩ অক্টোবর) ইউএস বাংলার কর্পোরেট হেড অফিসে স্বাক্ষরিত হয়।

মেলা আয়োজক প্রতিষ্ঠান দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এয়ারলাইন্সটির উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভিন।


তিন দিনব্যাপী এ মেলা পেনিনস্যুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।