ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় স্কুট এয়ারলাইন্সের এজেন্টস মিট অনুষ্ঠিত 

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ঢাকায় স্কুট এয়ারলাইন্সের এজেন্টস মিট অনুষ্ঠিত  ঢাকায় স্কুট এয়ারলাইন্সের এজেন্টস মিটে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা

ঢাকা: সিঙ্গাপুরভিত্তিক স্কুট এয়ারলাইন্সের এজেন্টস মিট ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়। 

এতে স্কুট বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, স্কুট এর বিক্রয় ব্যবস্থাপক ব্রায়ান টোরি ও মিস অলকা ঝা-সহ বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে স্কুটের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য জানানো হয়।

বর্তমানে স্কুট সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করছে।

এয়ারলাইন্সটি সিঙ্গাপুর থেকে এথেন্স, গোল্ড কোস্ট, সিডনি, বালি, হংকংসহ ১৮টি দেশের ৬৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।